সংবাদ শিরোনাম
প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

NewsTimes24BD
- আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেন সারা দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। এতে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।
এসময় তিনি সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়াতে হবে।