সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জ শহরে থানারপুল চত্বরে পুলিশ-আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

NewsTimes24BD
- আপডেট সময় : ১২:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
রোববার (০৪ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।
জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ কয়েক ছাত্রকে মারধর করেছে এমন অভিযোগ উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর আন্দোলনকারীরা সেখানে পালটা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় আন্দোলনকারীরা ৫ থেকে ৬টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।