প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
ডাকসু নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যাপক জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্যানেলটি ২৩টিতেই জয়ী হয়েছে।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। এছাড়া সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে এবং সদস্য পদে ১৩টির মধ্যে ১১টিতে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা।
দীর্ঘ প্রস্তুতি ও কৌশল
অন্যান্য সংগঠনের তুলনায় অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি নেয় শিবির। ভোটের ছয় মাস আগে থেকেই ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদের প্রার্থিতা নিশ্চিত হয়। তাদের প্যানেলে চারজন ছাত্রী ও চাকমা সম্প্রদায়ের একজন শিক্ষার্থীকে রেখে ‘অন্তর্ভুক্তিমূলক’ করার চেষ্টা করে সংগঠনটি।
ক্যাম্পাসে কল্যাণমূলক কাজ, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক পেশিশক্তি থেকে দূরে থাকার প্রচার শিক্ষার্থীদের আস্থা বাড়ায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ভোট বিভক্ত হলেও শিবিরের ভোট অটুট থাকে।
নবনির্বাচিত নেতাদের প্রতিশ্রুতি
ফলাফল ঘোষণার পর বুধবার সকালে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ। সাদিক বলেন, এই জয় হঠাৎ আসেনি। এটা ধারাবাহিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে যুক্ততা ও আস্থার প্রতিফলন।
তিনি আরও জানান, তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাসী এবং সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ