প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
মৌচাক হাসপাতালের পার্কিংয়ে দুই যুবকের লাশ

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে পাওয়া গেছে দুই যুবকের লাশ। পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হওয়া নিহতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদ মিজান ও জাকির হোসেন। জাকির ছিলেন গাড়ির চালক, মিজান তাঁর বন্ধু।
গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ বলেন, গত শনিবার রাতে স্ত্রী’র বড় ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে ঢাকা আসেন তিনি। সঙ্গে ছিলেন জাকির ও মিজানও। মিজান এসেছিলেন প্রতিবেশী এক শিশুকে হাসপাতালে থেকে আনতে।
স্ত্রীর বড় ভাইকে নামিয়ে ভোরে মালিবাগে এসে জাকির তাঁকে বাসে তুলে দেন। তখন জাকির জানান, রোগীকে সকাল ১১টার দিকে ছাড়পত্র দেওয়া হবে, তাই তাঁরা গাড়িতেই বিশ্রাম নেবেন।
এরপর থেকে ফোনে আর যোগাযোগ সম্ভব হয়নি। জিপিএস ট্র্যাকিংয়ে দেখা যায়, গাড়িটি সারাদিন হাসপাতালের পার্কিংয়েই ছিল।
সোমবার দুপুরে রমনা থানা থেকে ফোন পেয়ে জোবায়ের জানতে পারেন, গাড়ির ভেতরে দুইজনের লাশ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মিজান অবিবাহিত ছিলেন, জীবিকা নির্বাহ করতেন ড্রেজার চালানো ও মাছ চাষের মাধ্যমে। আর জাকির গত তিন মাস ধরে ওই গাড়িটি চালাচ্ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ