প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
আগামী নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে নিরপেক্ষভাবে কাজ করা হবে। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি এটি ঈমানী দায়িত্বও।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ভোটকেন্দ্রে মানুষকে আনা এখন বড় চ্যালেঞ্জ।
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কমিশন কাজ করছে।
গত নির্বাচনে সমস্যার সৃষ্টি করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ হলেও, নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ