প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
শিল্পকলায় শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের চেতনাকে উপজীব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত।
উৎসবের প্রতিদিন সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে দেশের বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় নাটক।
উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম দিনে টিম কালারস পরিবেশন করে ‘রি-রিভোল্ট’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নায়লা আজাদ।
দ্বিতীয় দিন, শুক্রবার (১ আগস্ট) মূল হলে মঞ্চস্থ হয় তীরন্দাজ রেপার্টরির ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। একই দিনে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হয় স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’, যার রচনা ও নির্দেশনায় ছিলেন শাকিল আহমেদ সনেট।
পরবর্তী দিনগুলোতে যে নাটকগুলো মঞ্চায়িত হবে: ‘দ্রোহের রক্ত কদম’ - নির্দেশনায় ইরা আহমেদ, পরিবেশনায় এথেরা। '৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’ - নির্দেশনায় লাহুল মিয়া, পরিবেশনায় ফোর্থ ওয়াল থিয়েটার। 'এনিমেল ফার্ম’ - নির্দেশনায় সাইদুর রহমান লিপন, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। 'আর কত দিন’ - নির্দেশনায় খন্দকার রাকিবুল হক, পরিবেশনায় অন্তর্যাত্রা। 'অগ্নি শ্রাবণ’ - নির্দেশনায় ইলিয়াস নবী ফয়সাল, পরিবেশনায় ভৈরবী। 'মুখোমুখি’ - নির্দেশনায় ধীমান চন্দ্র বর্মণ, পরিবেশনায় থিয়েটার ওয়েভ। ‘ব্যতিক্রম ও নিয়ম’ - নির্দেশনায় আজাদ আবুল কালাম, পরিবেশনায় প্রাচ্যনাট।
উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’। পরিবেশনায় টুগেদার উই ক্যান। এ নাটকে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের অর্ধশতাধিক যোদ্ধা।
উৎসবের প্রতিটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ