প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
“দোষ নয়, মায়ের স্বভাব!” কোয়েলকে নিয়ে রঞ্জিতের খোঁচা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক স্টারকিড হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও নিজ গুণেই জায়গা করে নিয়েছেন প্রথমসারির নায়িকাদের তালিকায়। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল সম্প্রতি অংশ নিয়েছিলেন এক টকশোতে, সঙ্গে ছিলেন বাবা রঞ্জিত মল্লিকও।
অনুষ্ঠানে মজার ছলে মেয়েকে নিয়ে এক অভিযোগ তোলেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, “কোয়েল বাইরে বের হওয়ার সময় রেডি হতে খুব সময় নেয়। তবে এ অভ্যাস ওর মায়ের কাছ থেকেই এসেছে।” বাবার এমন মন্তব্য শুনে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন কোয়েল, বলেন— “অবশ্যই না!”দর্শক হাসিতে মেতে ওঠেন এই হালকা মুহূর্তে।
উল্লেখ্য, কোয়েল একসময় টালিউডে দাপটের সঙ্গে কাজ করলেও বর্তমানে পরিবারের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। গত ১৪ ডিসেম্বর তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। এর আগে তার একটি পুত্র সন্তানও রয়েছে। স্বাভাবিকভাবেই এখন তিনি কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে চলতি বছর জুন মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সোনার কেল্লায় যক্ষের ধন’।
কোয়েলের অনুরাগীরা আশা করছেন, মা হওয়ার দায়িত্বের পাশাপাশি আবারও নিয়মিতভাবে পর্দায় দেখা যাবে তাদের প্রিয় অভিনেত্রীকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ