প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৯ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, “সরকারের বিভিন্ন অফিসে এমন অনেক পদ রয়েছে, যেখানে ফুল টাইমে স্থায়ী নিয়োগ প্রয়োজন হয় না। তাই এসব জায়গায় শিক্ষার্থীদের পার্টটাইমে নিয়োগ দিতে চাই। এতে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।”
এর আগে দিনটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগর ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ৫ আগস্টের পর প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম হিসেবে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে অন্যান্য দপ্তরেও শিক্ষার্থীদের নিয়োগে সরকার কাজ করছে এবং কার্যকর প্রক্রিয়া তৈরির বিষয়ে আলোচনা চলছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি খরচ কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপার্জনের পথও উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ