প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননকারী মনু মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
চার দশকেরও বেশি সময় ধরে এই মনু মিয়া এলাকার মানুষের জন্য করে গেছেন এক অনন্য সেবাকাজ—বিনা পারিশ্রমিকে কবর খনন। স্থানীয়ভাবে ‘গোরখোদক’ হিসেবে পরিচিত এই মানুষটি জীবদ্দশায় প্রায় তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন। কখনো কারও কাছ থেকে অর্থ কিংবা উপহার কিছুই নেননি। কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই তিনি ছুটে যেতেন তার লাল রঙের ঘোড়ায় চড়ে।
কিশোরগঞ্জের ইটনাসহ আশপাশের গ্রামগুলোতে মুসলিম রীতিতে কবর খননের দায়িত্ব নির্ভরতার সঙ্গে পালন করতেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ মানবসেবার জন্য এলাকায় তিনি ছিলেন অশেষ শ্রদ্ধার পাত্র। আজ সেই মনু মিয়াই শায়িত হলেন তারই খোঁড়া কবরের মতো এক কবরের ভিতরে।
মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, “মনু মিয়ার মতো মানুষ যুগে যুগে একবারই জন্মায়।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ