প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা নৌ-বহর থেকে আটক

বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোলিশন থেকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার, ৮ অক্টোবর, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিওতে শহিদুল আলম বলেন, আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার, শহিদুল আলম ফেসবুকে জানান, তারা ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন, যেখানে ইসরায়েলি সেনারা পূর্বে সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটক করেছিল। তিনি উল্লেখ করেন, ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নামে ধীরগতির নৌযানগুলোকে সঙ্গে নিয়ে তারা এখন রেড জোন থেকে মাত্র ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, এবং শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন অধিকারকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ