সংবাদ শিরোনাম
গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা ফরহাদ গ্রেফতার

NewsTimes24BD
- আপডেট সময় : ০৯:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা ফরহাদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় যে,
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’- অভিযান পরিচালনা করে উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
আজ সোমবার গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে ডেভিল হান্ট অভিযান চালিয়ে ফরহাদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদ হোসেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ বিষয়ে
ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ফরহাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল