
আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ ঘিরে যখন তুমুল আলোচনা, তখনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজে তিনি সান্যা চরিত্রে অভিনয় করেছেন—প্রধান চরিত্র লক্ষ্যর ম্যানেজার। গল্পের মূল আবর্তে রয়েছে তিন ছবির চুক্তি, যা একদিকে সাফল্যের সম্ভাবনা, অন্যদিকে শিল্পীর স্বাধীনতায় বাঁধা। বাস্তবেও অন্যা একসময় এমন চুক্তির ফাঁদে পড়েছিলেন।
সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি চুম্বন দৃশ্য, যা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
২০১৬ সালে যশ রাজ ফিল্মস তাঁকে নতুন মুখ হিসেবে পরিচয় করায় এবং তিন ছবির চুক্তিতে সই করানো হয়। ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে ‘কয়েদি ব্যান্ড’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। ফলে বাকি দুটি ছবি আর নির্মিত হয়নি।
এরপর প্রায় এক দশক ধরে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করে গেছেন—যেমন ‘খো গয়ে হাম কাহাঁ’ এবং সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এ।
‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন অন্যা। দর্শক ও সমালোচকেরা বলছেন, এবার তিনি তাঁর অভিনয়প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধু হারিয়ে যাওয়া নায়িকা নন।
নিজের অভিনয় ও দর্শক প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, “আমি অভিভূত। খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকে বিতর্কিত দৃশ্যটি নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু বেশিরভাগ দর্শক সেটি উপভোগ করেছেন।” তাঁর মতে, “কমেডির মাধ্যমে সংবেদনশীল বিষয় তুলে ধরা অনেক সময় বেশি কার্যকর। এতে বার্তা পৌঁছায়, আবার কারও ক্ষতি হয় না।”
অন্যা স্বীকার করেন, দৃশ্যটি শুট করার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন এবং পরিচালক আরিয়ান খানকে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, এটি আদৌ প্রয়োজনীয় কি না। “যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যই অস্বস্তিকর হতে পারে,” বলেন তিনি।
দৃশ্যটিতে তাঁর সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে এমন দৃশ্যে কাজ করেননি। “আমি ভয় পেয়েছিলাম, কিন্তু দেখি সে কাঁপছে। তখন বরং আমি তাকে সাহস দিই, আর আমার ভয়টা কেটে যায়,” বলেন অন্যা।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেটের নিরাপদ পরিবেশের জন্য। “এমন পরিবেশে কাজ করতে পারা একজন অভিনেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।