প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
ঢাবি ভিসিকে ধমকানো লজ্জাজনক, গণেশ চন্দ্রকে ধিক্কার জানালেন সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ তুলে ধরতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভিসির সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
সাক্ষাৎকালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কয়েকজন নেতাকে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে, সেটা রীতিমতো বেয়াদবি। একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় না জানলে তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও যোগ্যতা নেই।
সারজিস আরও উল্লেখ করেন, যৌক্তিক কোনো আপত্তি থাকলে তা সমাধান প্রক্রিয়া মেনে হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামাত-শিবির ও পরে বিএনপি-ছাত্রদলের অবস্থান উসকানিমূলক। কিন্তু যে মিডিয়ার সামনে একজন শিক্ষককে ধমক দিতে পারে, তুই-তুকারি করতে পারে, টেবিল চাপড়াতে পারেতার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ