প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
৪৮ ঘন্টার হরতাল ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি

বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
হরতাল সফল করার লক্ষ্যে আজ দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোডে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম ঘোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম কারিম এবং যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলো।
ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখতে হবে। তারা সাধারণ মানুষকে ৪৮ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নির্বাচন কমিশন বাগেরহাটের আসন সংখ্যা কমায়, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হরতালের কারণে খুলনা ও ঢাকা থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, টানা দুই দিনের হরতালে বাগেরহাটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ