প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2025 ইং
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহিন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য আজ সময়ের দাবি। অভ্যুত্থানের অগ্রসেনানী আবু বাকের মজুমদার যদি বিজয়ী হন, সেটা আমার নিজের বিজয় হিসেবেই গণ্য হবে। তাই আমি তার প্রতি সমর্থন জানাচ্ছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ