প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2025 ইং
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় জাতিসংঘ সদস্যদের ভূমিকা চায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসহ কয়েকটি দেশের এগিয়ে আসা উচিত। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনা করেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস ছাড়াও ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ, নিরপেক্ষ অবস্থান গ্রহণ এবং পশ্চিমা সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ২০২২ সালে এমন একটি চুক্তির খসড়াও তৈরি হয়েছিল বলে জানায় রয়টার্স।
লাভরভ বলেন, নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এমন দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার পাশাপাশি জার্মানি ও তুরস্কের মতো দেশও থাকতে পারে। তবে এসব দেশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, কোনো সামরিক জোটে যুক্ত হওয়া যাবে না এবং পারমাণবিক অস্ত্রমুক্ত থাকতে হবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের রুশভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে চায় রাশিয়া এবং সীমান্ত বিষয়েও আলোচনা প্রয়োজন। ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন লাভরভ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ