প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
বাংলাদেশি হাজিদেরকে ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা

চলতি বছর সৌদি আরবে সফলভাবে হজ সম্পন্ন করার পর বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে মোট ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ব্যয়ের স্বচ্ছতা ও সাশ্রয়ী ব্যবস্থাপনার ফলেই এই টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার (৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুসের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবারের হজ ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে এবং বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
চলতি বছরে হজ প্যাকেজের খরচ গত বছরের তুলনায় ৭৩ হাজার টাকা কমানো হয়েছে। ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর জন্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সীমিত জনবল ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করেছে মন্ত্রণালয়।
২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা চালু করা হয়-
আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, হজযাত্রীদের মোবাইল ফোনে রোমিং সুবিধা, হজ প্রি-পেইড কার্ড সরাসরি হাতে পৌঁছে দেওয়া।
সরকারি অর্থ সাশ্রয়ের জন্য মন্ত্রণালয়ের সীমিত জনবলের মাধ্যমেই হজ কার্যক্রম সম্পাদিত হয়। এ জন্য রাজস্ব খাতে ৩য় ও ৪র্থ শ্রেণির ২৯ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে নতুন ৩৬টি পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে, যা অর্থ বিভাগের সম্মতির অপেক্ষায় রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ