প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
৩৩ বছর বয়সে দেশের প্রতিনিধিত্ব কে এই ড. নাজমুল

৩৩ বছর বয়সী তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এটি বাংলাদেশের কূটনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি দেশের ইতিহাসে কূটনৈতিক পদে এক তরুণ শিক্ষাবিদের প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ।
গত ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার পদে দুই বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধা তার অফিস আদেশে ড. নাজমুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে মালদ্বীপে হাই কমিশনার পদে নিযুক্তি নিশ্চিত করেন।
ড. নাজমুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র এবং ২০১৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। এরপর তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।
তুরস্কে অধ্যাপনার পাশাপাশি তিনি দেশের পার্লামেন্টে ফরেন রিলেশন্স অ্যান্ড প্রটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। শতাব্দীর ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে তার এই নিয়োগ ছিল বিরল সম্মান। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের গেস্ট লেকচারার হিসেবেও কাজ করেছেন।
জাতিসংঘ, ওআইসি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে বাংলাদেশকে প্রতিনিধি
ত্ব করা ছাড়াও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক সংখ্যালঘু সমস্যা সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক অবদান উল্লেখযোগ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ