প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2025 ইং
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ জানালেন পুলিশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ উদঘাটন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বরং বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হন তুহিন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, একজন নারী রাস্তায় এক পুরুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ওই পুরুষ তাকে আঘাত করলে, নারীর পরিচিত ৪-৫ জন চাপাতি নিয়ে এসে ওই পুরুষের ওপর হামলা চালায়। পরে জানা যায়, আহত ব্যক্তির নাম বাদশা মিয়া, যিনি জয়দেবপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বাদশা মিয়া ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঘটনাটি তুহিন মোবাইল ফোনে ভিডিও করেন। পরে হামলাকারীরা তুহিনের কাছে ভিডিও মুছে ফেলতে বলেন। তুহিন অস্বীকৃতি জানালে বা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে, তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একজন নারীকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা এবং পরে সেই ঘটনার ভিডিও ধারণের জেরেই তুহিনকে হত্যা করা হয়। এখন পর্যন্ত তদন্তে এর বাইরে অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ