প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
জামায়েত আমির ডা. শফিকুর রহমানের শনিবার বাইপাস সার্জারি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। এ কারণে আগামীকাল শনিবার (২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, “আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে এবং চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি দেশবাসী, প্রবাসী ভাই-বোন, সুধী সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যার যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি। আল্লাহ তা’য়ালা যেন তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন, বলেন মিয়া গোলাম পরওয়ার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ