প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল, ৮ দিনের রিমান্ডে

ভারতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পাল। কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে বুধবার (৩০ জুলাই) গ্রেপ্তার করে। শুক্রবার তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, তিনি ভারতের অন্ধ্রপ্রদেশে বসবাস করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শান্তার কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, বাংলাদেশি একটি এয়ারলাইন্সের পরিচয়পত্র ও দুটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। এছাড়া সম্প্রতি তিনি ঠাকুরপুরে একটি থানায় জালিয়াতির মামলা করতে গিয়ে নিজ ঠিকানা গোপন করে ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। তদন্তে উঠে এসেছে, তিনি প্রায়ই ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে নিজেকে পরিচিত করাতেন।
ভারতীয় নথিপত্রের বিষয়ে শান্তা পুলিশের কাছে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তকারীরা ধারণা করছেন, এ ঘটনার সঙ্গে একটি বৃহত্তর জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। ইতোমধ্যে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও তার বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
উল্লেখ্য, শান্তা পাল ২০১৯ সালে ‘মিস এশিয়া গ্লোবাল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাঙালি ও তেলেগু সিনেমায় কাজ করছেন। এছাড়া বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বলেও দাবি করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ