প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে নৌকাডুবির ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
ফায়ার সার্ভিস জানায়, বর্ষার মৌসুমে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় করে বিলে ঘুরতে গিয়েছিলেন দুই বন্ধু। একপর্যায়ে শাপলা তুলতে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রতিবছর বর্ষা মৌসুমে ঢাকার কাছাকাছি হওয়ায় গাজীপুরের শাপলা বিলে পর্যটকদের ভিড় জমে। শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও প্রেমিক যুগলরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও ছবি তোলার উদ্দেশ্যে সেখানে ভিড় করেন। তবে অনেক দর্শনার্থী সাঁতার না জানলেও পানিতে নামেন, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জনসাধারণকে এ ধরনের অসতর্কতামূলক আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ