প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
ফরিদপুরে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরের সালথা উপজেলার পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (বয়স আনুমানিক ৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে ভাওয়াল ইউনিয়নের ওই খালে মরদেহটি কচুরিপানার ভেতর ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শ্রমিক খালের পানিতে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এ সময় তারা হঠাৎ ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পরনে কেবল একটি লুঙ্গি ছিল। শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে এবং মাথায় পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে যুবকটির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি এই এলাকার নয়। সম্ভবত অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মরদেহের শরীরে পচন ধরেছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হঠাৎ অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ