প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
২৮৭ যাত্রী নিয়ে বিমান চট্টগ্রামে ফিরে এলো

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফের চট্টগ্রামে ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইট বিজি-১৪৮ চট্টগ্রামে পৌঁছায়। এরপর ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে আবার উড্ডয়ন করে বিমানটি। তবে আকাশে ওঠার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত গতিপথ পরিবর্তন করে বিমানটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। বর্তমানে বিমানটি বে নম্বর ৮-এ রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ