প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
ঢাকায় পাথর নিক্ষেপে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তাল কুষ্টিয়া

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ সারাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে শুরু করে শহরের বক চত্বর ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মজমপুরে এসে বিক্ষোভ সমাবেশ পরিচালিত হয়।
সমাবেশে পৌর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার,জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মেল হক কাছেমী,সদর থানা সভাপতি মুফতী মুখতারুজ্জামান, পৌর শাখার সেক্রেটারি ক্বারি আবু সাইদ, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আনিসুর রহমান কাবিল,জেলা ছাত্র আন্দোলন সভাপতি সাজ্জাদ সাব্বির সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকার মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে,এটাতে আইয়ামে জাহেলিয়াতের বাস্তব চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের ইতিহাসে চাঁদা অনাদায়ে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে এমন হত্যা এটাই প্রথম। সর্বোপরি সারাদেশের সকল চাঁদাবাজদের উৎখাত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া জেলার আপামর জনগণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ