প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না: গোলাম মাওলা রনি

তারেক রহমানকে নিয়ে রাজপথে যেভাবে অশ্লীল ও অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে, তা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘‘যারা 'টিনের চালে কাউয়া', ‘তারেক রহমানের পু... মার’, ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’, ‘চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে’—এমন স্লোগানে রাজপথ কাঁপাচ্ছেন, তাদের ভাবা উচিত এর পরিণাম কী হতে পারে।’’
তিনি আরও লিখেন, ‘‘যদি ছাত্রদল-যুবদলও তাদের নেতাদের নিয়ে একই ধরনের স্লোগানে নামেন, তাহলে রাজনীতি শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না।’’
রনি হুঁশিয়ার করে বলেন, ‘‘তখন খুর, চাপাতি, রামদা, রগকাটা, বন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস ফিরিয়ে এনে একে-৪৭ আর স্নাইপারের ঝনঝনানি শুরু হবে। এতে সবচেয়ে বেশি খুশি হবে তারা, যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায়।’’
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ