প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
অবশেষে শুরু হচ্ছে 'ডন-৩', শাহরুখের জায়গায় রণবীর, ফিরতে পারেন প্রিয়াঙ্কাও

অবশেষে শুটিং ফ্লোরে যাচ্ছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন-৩’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম দুটি ছবিতে ডনের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। তবে ‘ডন-৩’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হিসেবে এবার ডন হচ্ছেন রণবীর সিং—যা আগেই জানতেন ভক্তরা।
নতুন খবর হলো, পরিচালক ফারহান আখতার জানুয়ারি ২০২৬ থেকে শুরু করতে যাচ্ছেন সিনেমাটির শুটিং। রণবীর সিংয়ের বিপরীতে থাকবেন কিয়ারা আদভানি। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন এই কিস্তিতে, যদিও তিনি নারী প্রধান চরিত্রে থাকছেন কিনা, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
প্রথমে সিনেমাটি আরও আগেই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে যায়। শাহরুখের পরিবর্তে রণবীর সিংকে কাস্ট করায় নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হন তিনি। নির্মাতারা জানাচ্ছেন, সেই সময় রণবীর নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে সময় নেন। বিশেষ করে মার্শাল আর্টে কঠোর প্রশিক্ষণ নিতে হয় তাকে।
এদিকে নারী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে কিয়ারা আদভানিকে কাস্ট করা হলেও, সেই সময় তিনি গর্ভবতী হয়ে পড়েন, যার ফলে সিনেমার কাজ আবারো স্থগিত হয়।
পরিচালক ফারহান আখতার নিজেও তখন ‘১২০ বাহাদুর’ নামে একটি যুদ্ধভিত্তিক সিনেমায় মেজর শাইতান সিংয়ের চরিত্রে অভিনয় করছিলেন। তাই 'ডন-৩'–এর কাজ পিছিয়ে দিয়ে নিজের অভিনয়ের সময়সূচিতে মনোযোগ দেন তিনি।
সব প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে ‘ডন-৩’ শুটিংয়ের জন্য প্রস্তুত। ফারহান জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবে এবং সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বর ২০২৬-এ। প্রিয়াঙ্কার ফিরে আসার সম্ভাবনা এখনো টিকে আছে, তবে তিনি মূল চরিত্রে থাকবেন নাকি নতুন কোনো চরিত্রে দেখা যাবে—সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ