প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
চট্টগ্রামে ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

চট্টগ্রামের ছোট কুমিরা এলাকায় একটি মুরগির খামারের নিচের ড্রেনে জালে আটকা পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ। প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের এ সাপটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পৌঁছায় কুমিরা বনবিভাগ। পরবর্তীতে সাপটি উদ্ধারে সহযোগিতা চাওয়া হয় Wildlife and Snake Rescue Team in Bangladesh (WSRTBD)-এর।
সংস্থাটির চট্টগ্রাম প্রতিনিধি মো. মাহাদী হিমু ও শিক্ষানবিশ মেহেদী হাসান দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে দক্ষতার সঙ্গে উদ্ধার করেন। পরে বনবিভাগের তত্ত্বাবধানে সাপটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
WSRTBD জানায়, উদ্ধার করা অজগরটি ছিল প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন ছিল প্রায় ২০ কেজি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ