প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই, বিল গেটস

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। সোমবার (৭ জুলাই) ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের প্রকাশিত সর্বশেষ তালিকায় ১২ নম্বরে রয়েছেন তিনি।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিল গেটসের মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০০ কোটি ডলারে, যেখানে পূর্বে তা ছিল ১৭ হাজার ৫০০ কোটি ডলার। অর্থাৎ তার সম্পদ কমেছে প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলার।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধসের মূল কারণ বিল গেটসের দানশীলতা। গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি গত কয়েক বছরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও করোনা টিকা গবেষণায় বিপুল পরিমাণ অর্থ দান করেছেন।
অন্যদিকে, মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার এখন তালিকার ৫ম স্থানে। একসময় গেটসের অধঃস্তন হিসেবে কাজ করা বালমারের বর্তমান সম্পদের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার।
ব্লুমবার্গ জানিয়েছে, গেটস ২০০০ সালে মাইক্রোসফট থেকে সরে দাঁড়ানোর পর কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতে পরিবর্তন আনা হয়। তবে বালমার তখনও কর্মরত থাকায় মাইক্রোসফটের চার শতাংশ শেয়ারের মালিকানা পেয়েছিলেন, যা গেটস পাননি।
তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, তার মোট সম্পদ ৩৬ হাজার ১০০ কোটি ডলার। এরপর রয়েছে মার্ক জাকারবার্গ, ল্যারি এলিসন, জেফ বেজোস এবং স্টিভ বালমার।
এক সময় বিশ্বের শীর্ষ ধনী হিসেবে থাকা বিল গেটস আজ শুধু তালিকার নিচের দিকে নয়, বরং নিজেরই সাবেক অধঃস্তনের পেছনে। তবে এই অবনতির পেছনে লুকিয়ে রয়েছে এক অনন্য মানবিকতা ও বিশ্বসেবার গল্প।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ