প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
বিয়ে না করেই সন্তানের মা হচ্ছেন, অভিনেত্রী ভাবনা রামান্না

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন। ৪০ বছর বয়সী এই অবিবাহিত অভিনেত্রী আইভিএফ পদ্ধতিতে জমজ সন্তানের অপেক্ষায় রয়েছেন।
ভাবনা বলেন, "নতুন অধ্যায়, নতুন ছন্দ। কখনো ভাবিনি এই কথা একদিন বলব—আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।"
তিনি জানান, ২০ বা ৩০-এর দশকে মাতৃত্ব নিয়ে ভাবেননি। কিন্তু চল্লিশে এসে ইচ্ছেটা গভীর হয়ে ওঠে। তবে অবিবাহিত নারী হওয়ায় এই যাত্রা সহজ ছিল না। অনেক আইভিএফ ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। পরে চিকিৎসক সুষমার সহযোগিতায় প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করেন তিনি।
এই সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন ভাবনা। বলেন, "আমার বাবা, ভাই-বোনেরা ভালোবাসা দিয়ে পাশে ছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছে, তবে আমি জানতাম আমি প্রস্তুত।"
সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা জানান, "তাদের বাবা থাকবে না ঠিকই, কিন্তু আমার ঘরে থাকবে শিল্প, সংস্কৃতি, সংগীত আর ভালোবাসা। তারা আত্মবিশ্বাসী ও দয়ালু মানুষ হবে।"
মা হওয়ার সিদ্ধান্তকে ‘বিদ্রোহ’ নয়, বরং নিজের সত্যকে সম্মান জানানোর পথ বলে উল্লেখ করেন ভাবনা। বলেন, "আমার গল্প যদি একজন নারীকেও নিজের উপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে, তাহলে সেটাই যথেষ্ট। খুব শিগগির দুটি ছোট্ট আত্মা আমাকে ‘আম্মা’ বলে ডাকবে—এটাই সবকিছু।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ