প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
অনেক বছর পরও মানুষ গানটা শুনবে

সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে এখন বাজছে ‘বাকের আলীর আদুরে মেয়ে, নাম ছিল তার গুলবাহার’। গানটি প্রকাশ করেছিলেন ঈশান মজুমদার, প্রায় দুই মাস আগে। তখন এতটা সাড়া পাওয়া যাবে—এটা ভাবেননি তিনি। তবে গানটি শুনে প্রথম দিকেই বুঝেছিলেন, এটি মানুষের মনে থেকে যাবে।
ঈশান বলেন, “পুরান ঢাকার সঙ্গে আমার এক অদ্ভুত সম্পর্ক। ছোটবেলা সেখানেই কেটেছে, সেই আবেগ থেকেই গান আর ভিডিওতে পুরান ঢাকার রঙ উঠে এসেছে।”
‘গুলবাহার’ গানটি লেখেন অনেক আগে, গান চর্চার শুরুর দিকে। পুরোনো দিনের গানের ঘরানায় তৈরি হলেও শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। ঈশান জানান, শ্রোতাদের ভালোবাসা তাঁর জন্য অনুপ্রেরণা।
‘নিঠুর মনোহর’ গানটিও যেমন নারীর দৃষ্টিভঙ্গিতে লেখা হলেও তিনি নিজেই গেয়েছেন। বলেন, “গানের আসলে কোনো ছেলে-মেয়ে নেই। গান তো গানই।”
নতুন বর্ষার একটি গান নিয়ে কাজ করছেন ঈশান, যেটি এই বর্ষায়ই প্রকাশের ইঙ্গিত দিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ