প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কক্ষ দখলে বিএনপি নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ দখলের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির এক নেতার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, রাজশাহী মহানগর বিএনপির মতিহার থানার সভাপতি মো. একরাম আলী সম্প্রতি কক্ষটি পরিষ্কার করে রঙ করে চেয়ার-টেবিল বসিয়ে সেখানে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।
সন্ধ্যার পর একরাম আলী ও তাঁর অনুসারীদের ওই কক্ষে নিয়মিত বসতে দেখা যায়। যদিও দিনের বেলায় কক্ষটি তালাবদ্ধ থাকে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে একরাম আলী জানান, তিনি কোনো দখল করেননি। বরং কক্ষটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ব্যবহারের অযোগ্য ছিল, যেখানে মাদকসেবন ও অসামাজিক কাজ হতো। তাই তিনি নিজ উদ্যোগে পরিষ্কার করে ব্যবহারযোগ্য করেছেন। তাঁর ভাষায়, "এটি এখন জনগণের স্বার্থে ব্যবহার হচ্ছে, সবাই বসে চা খায়। দখলের কিছু নেই।"
তবে তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। তাঁর মন্তব্য, "সরকারি জায়গা সরকার নিয়ে নেবে, আমার অসুবিধা কী?"
স্টেশনটির অবস্থান বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের উত্তর পাশে। যাত্রীস্বল্পতায় এটি দীর্ঘদিন ধরে অপ্রতুল ব্যবহৃত অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়। এরপর মাসখানেক আগে একরাম আলী ও তাঁর অনুসারীরা কক্ষটি খুলে সেখানে রাজনৈতিক বৈঠক শুরু করেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কক্ষের ভেতরে একটি টেবিল ও কয়েকটি চেয়ার রয়েছে। সেখানে একরাম আলী চেয়ারে বসে আছেন এবং তাঁর সঙ্গে আরও ৮-১০ জন অনুসারী উপস্থিত আছেন। যদিও কোনো ব্যানার বা সাইনবোর্ড দেখা যায়নি, তবে দেয়ালে বিএনপি ও জামায়াত–সংশ্লিষ্ট কিছু দেয়াললিখন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ