প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত, জারি ১৪৪ ধারা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) বিকেলে আনমুন ও তিমিরপুর গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এ সহিংসতায় গুরুতর আহত ১৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় উপজেলা শহরের বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানিয়েছেন, সংঘর্ষ থামাতে সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখিকে কেন্দ্র করে। ৪ জুলাই গণমাধ্যমকর্মী আশায়েদ আলীকে মারধরের অভিযোগ ওঠে অপর সাংবাদিক সেলিম তালুকদারের অনুসারীদের বিরুদ্ধে। জড়িত সন্দেহে দুই তরুণকে আটক করে পুলিশে দেয়ার পর উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরেই সোমবারের সংঘর্ষের ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, "তুচ্ছ ঘটনা থেকেই সংঘর্ষ বাঁধে। দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ