প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রেমিক।

শরীয়তপুর সদর উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। রোববার (৬ জুলাই) সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেন।আটক যুবকের নাম সুলাইমান মুন্সী। তিনি শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সীর ছেলে।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সোমবার (৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুলাইমান শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ছাত্রী জানতে পারেন, সুলাইমান বিবাহিত ও সন্তানের জনক। এতে সম্পর্ক ছিন্ন করেন তিনি।
সম্প্রতি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আয়োজন করা হয়। আর সেই বিয়েই ভাঙতে রোববার সকালে পাত্রপক্ষকে গোপন ছবি ও ভিডিও পাঠান সুলাইমান। এমনকি সরাসরি মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের চেষ্টা করেন তিনি।এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা সুলাইমানকে ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে গাছে বেঁধে রাখেন।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, সুলাইমান তাকে ছবি ও ভিডিও দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করেছেন এবং প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ছাত্রীর মা বলেন, “আমার মেয়ের জীবনটা নষ্ট করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি হেলাল উদ্দিন জানান, ঘটনার পর সুলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ