প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
শাকিব খানের সঙ্গে আবারও মিষ্টি জান্নাতের ছবি প্রকাশ

আবারও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে আলোচনায় এলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শাকিবের সঙ্গে পুরনো একটি ছবি। যা ঘিরে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন।
এর আগেও একাধিকবার শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত। অনেকেই বলছেন, আলোচনায় থাকার কৌশল হিসেবেই হয়তো এই ধরনের ছবি শেয়ার করছেন তিনি। কারণ, এর আগেও বাপ্পী ও ওপার বাংলার এক নায়কের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে সমালোচিত হয়েছিলেন তিনি।
গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনেও নাম জড়ায় মিষ্টি জান্নাতের। যদিও পরে নিজেই সে গুঞ্জনে ইতি টানেন।
সম্প্রতি বিমান ভ্রমণের সময় শাকিবের সঙ্গে তোলা আরও কয়েকটি ছবি প্রকাশ করেন এই নায়িকা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রেমের ইঙ্গিত খুঁজে পান, কেউ আবার মিষ্টিকে অপু-বুবলীর 'সতীন' বলেও কটাক্ষ করেন।
তবে জানা যায়, ফ্লাইটে শাকিবকে দেখে নিজেই গিয়ে ছবি তোলেন মিষ্টি জান্নাত, পরে সেটিই প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।
এই ঘটনায় শাকিবের ভক্তদের একাংশ বিরক্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বারবার শাকিবের সঙ্গে ছবি দিয়ে আলোচনায় আসার চেষ্টা করছেন মিষ্টি জান্নাত। যদিও মিষ্টির ভক্তরা বলছেন, সহশিল্পীর সঙ্গে ছবি পোস্ট করাটা স্বাভাবিক বিষয়।
তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার এমন ছবি প্রকাশ নিয়ে নতুন করে বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ