প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2025 ইং
বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাব বিএনপি সমর্থন করে না।রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবার নতুন করে প্রস্তাব দেওয়া হচ্ছে, যা সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের নামে যে কোনো প্রস্তাব যদি জনগণের স্বার্থে হয়, তা স্বাগত জানানো হবে। তবে জনগণকে সম্পৃক্ত না করে বড় ধরনের কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।’এ সময় তিনি সবাইকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী মেয়াদ ইস্যুতে ঐকমত্য কমিশনের বক্তব্য অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণাকেও বিএনপি সমর্থন করে না।
অপর স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা অস্পষ্ট এবং বাস্তবসম্মত নয়। এটি শুধু আলোচনার খোরাক হয়ে আছে।
মির্জা ফখরুল আরও জানান, পুলিশ সংস্কার নিয়ে বিএনপির কোনো আলোচনা হয়নি। তবে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে দলটি কমিশনের সঙ্গে একমত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ