প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2025 ইং
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে ১৯ জুন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দিবসটি পালনের সিদ্ধান্ত জানান।
এছাড়া, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।
এর আগে অন্তর্বর্তী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ও ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছিল। তবে বিভিন্ন মহলের আপত্তির প্রেক্ষিতে সেসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের পরিপত্র বাতিল করে নতুন করে আজকের এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ