প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা।

গাজীপুরের কোনাবাড়ীতে চুরির অপবাদে হৃদয় (১৯) নামের এক পোশাক শ্রমিককে রশি দিয়ে বেঁধে বর্বরভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্য তৈরি করে।
নিহত হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড নামের একটি কারখানায় মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শনিবার (২৮ জুন) ভোরে কারখানার ভেতরে হৃদয়কে মারধর করা হয়। ভাইরাল হওয়া ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হৃদয়কে জানালার গ্রিলের সঙ্গে হাত-পা বেঁধে খালি গায়ে একটি সোফায় বসানো হয়েছে। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছিল। আরেকটি অংশে দেখা যায়, তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখনো তাঁর হাত-পা বাঁধা।
এ ঘটনায় নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া শনিবার রাতে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রবিবার রাতে কারখানার শ্রমিক হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
হৃদয়ের পরিবার জানায়, শনিবার কাজ শেষে বাসায় না ফেরায় সন্ধ্যায় তাঁরা কারখানায় যান। সেসময় শ্রমিকদের বিক্ষোভ দেখে জানতে পারেন, হৃদয়কে পিটিয়ে মারা হয়েছে। পরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হৃদয়ের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করলেও শিল্প পুলিশের দাবি, মাত্র দুই দিনের ছুটি দেওয়া হয়েছে এবং মঙ্গলবার (১ জুলাই) কারখানাটি চালু হতে পারে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও গ্রিনল্যান্ড লিমিটেডের ডিজিএম কামরুল হাসান ফোন ধরেননি।
নিহত হৃদয়ের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে হৃদয়কে। তাঁরা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ