প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
চেতনানাশক দিয়ে অপহরণ, সাভার থেকে এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউলি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর সাভারের একটি বাসা থেকে তাকে উদ্ধার করেছে র্যাব-৪।
র্যাব জানিয়েছে, রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে বসুন্ধরার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয় মাহিরা। তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর সরকারি বাঙলা কলেজ। নির্ধারিত সময় দুপুর ১টা পার হলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজ নিতে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কর্তৃপক্ষ জানায়, মাহিরা সেদিন পরীক্ষায় অংশ নেয়নি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবার ও র্যাব সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার পরপরই একজন নারী মাহিরার কাছে এসে কথা বলেন এবং চেতনানাশক কোনো পদার্থ তার নাকের সামনে ধরেন। এতে মাহিরা অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নিজেকে একটি অজানা রুমে আবিষ্কার করেন তিনি।
মাহিরার নিখোঁজ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় সাভার এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর ওই এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, মেয়েটি কিছু সময় পর অজ্ঞাত ওই বাসা থেকে নিজেই বেরিয়ে আসে। পরে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মাহিরাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ