প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
কনে সেজে চমকে দিলেন দীঘি, শুরু বিয়ের গুঞ্জন

প্রতিবারের মতো এবারও রূপে-লুকে নতুন চমক নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেছে একেবারে কনে সেজে—গাঢ় রঙের বেনারসি, ভারী গহনায় সজ্জিত রাজকীয় নববধূর মতো। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় গা-ভরা হার, হাতে চুড়ি আর চোখেমুখে বোল্ড মেকআপ—সব মিলিয়ে দীঘির লুক দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনেকেই ভাবছেন, দীঘি বুঝি বিয়ে করছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে।”
তবে জানা গেছে, এটি শুধুই একটি ব্রাইডাল ফটোশুট। আগেও দীঘি এমন ফটোশুটে অংশ নিয়েছেন, কিন্তু এবারকার সাজ এতটাই বাস্তবসম্মত ও আকর্ষণীয় যে অনেকেই বিভ্রান্ত হয়েছেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় নায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দীঘির অভিনয় আলাদা করে প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি নতুন প্রজেক্ট, তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশুটেও নিজেকে নিত্যনতুনভাবে উপস্থাপন করে দর্শকদের নজর কাড়ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ