প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
শঙ্কায় সালমানের জীবন! নিরাপত্তা জোরদার

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বর্তমানে এক অভূতপূর্ব নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। একের পর এক হুমকি, এমনকি তাঁর বাড়ির সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ভাইজানের ঘনিষ্ঠরাও রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়।
জানা গেছে, কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমান খানের নাম জড়ানোর পর থেকেই বিষ্ণোইদের প্রতিশোধস্পৃহা তীব্র হয়ে ওঠে। এই গ্যাংয়ের টার্গেটে এখন সরাসরি সালমান খান। এমন অবস্থায় নিজের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে তিনি মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় বসিয়েছেন ‘বুলেটপ্রুফ’ কাচ। এর পাশাপাশি তাঁর আগের বুলেটপ্রুফ গাড়ির সঙ্গে যুক্ত করেছেন আরেকটি নতুন বিলাসবহুল বুলেটপ্রুফ এসইউভি। দাম প্রায় ৩.৪০ কোটি টাকা। বিদেশ থেকে আনা এই গাড়িটি শুধু বিলাসবহুল নয়, একই সঙ্গে উচ্চ প্রযুক্তির সুরক্ষা ব্যবস্থায় সজ্জিত। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম গাড়িটিতে রয়েছে অত্যাধুনিক ইঞ্জিন ও নিরাপত্তা ফিচার।
তবে শুধু গাড়িই নয়, সালমান খান এখন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় রয়েছেন। সারাক্ষণ তাঁর চারপাশে থাকে ১১ জন ব্যক্তিগত দেহরক্ষী এবং আরও দুইজন সশস্ত্র কনস্টেবল, যাঁরা তাঁর সঙ্গে যানবাহনে চলাফেরা করেন।
যদিও এই নিরাপত্তার বলয় সালমানের পছন্দ নয়। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন ঘেরাটোপে থাকতে তিনি স্বচ্ছন্দ নন। তবুও, পরিস্থিতির চাপে আপাতত বিকল্প নেই ‘ভাইজান’-এর।
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত তারকাদের একজন হয়ে উঠেছেন সালমান খান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ