প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2025 ইং
বগুড়ায় ছুটে গেলেন রিয়া মনি, বুকে জড়িয়ে ধরলেন নিথর হিরো আলমকে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বগুড়ায় তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে।ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।ঘটনার খবর শুনেই বগুড়ার দিকে রওনা দেন রিয়া মনি।
বগুড়ায় পৌঁছে হিরো আলমের সবকিছু নিজের চোখে দেখে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন রিয়া মনি। সাংবাদিকদের তিনি বলেন, “বগুড়ায় এসে তার সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাব।”
এই ঘটনার মাঝেই রিয়া মনি নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন—“সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমনই সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।”
জানা গেছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের টানাপড়েন চলছিল। ব্যক্তিগত জীবনের এই জটিলতা থেকেই হিরো আলম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা একটি সূত্রের।
এদিকে স্থানীয় সূত্র জানায়, ২৬ জুন দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম তার বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভাণ্ডারবাড়ি গ্রামে। সেখানেই রিয়া মনিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন।
পরদিন সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে না পেয়ে জাহিদ উদ্বিগ্ন হয়ে যান। তার বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে হিরো আলমের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তার পাশে আছেন স্ত্রী রিয়া মনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ