প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2025 ইং
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তার চলাফেরাও ছিল এলোমেলো।
ঘটনার সময় মালবাহী একটি ট্রেনের কয়েকটি বগি পাথর লোড-আনলোডের জন্য চার নম্বর লাইনে নেওয়া হচ্ছিল। ট্রেনের ওই সানটিং কার্যক্রম চলাকালে মেহেদী অসাবধানতাবশত লাইনে চলে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ