প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2025 ইং
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা,বন্ধুর বাড়িতে বেড়াতে এসে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রাম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হিরো আলম বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। রাতভর দুজনের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে হিরো আলমের পুরোনো প্রেমিকা রিয়ামনিকে ঘিরে হতাশার কথাও উঠে আসে।
সাগর জানান, “রিয়াকে নিয়ে হিরো আলম খুব হতাশ। যেখানে যান, সেখানেই মানুষ নানা প্রশ্ন করে বিরক্ত করে। একটু মানসিক শান্তির জন্যই সে আমার বাড়িতে এসেছিল। আমার ধারণা—রিয়াকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।”
শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে উঠাতে না পেরে খোঁজ নিতে যান সাগর। এ সময় বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখে বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।”
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হিরো আলমের সঙ্গীরা তাকে শহরের হাসপাতালে নিতে অনিচ্ছুক, যার ফলে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা ব্যাহত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ