প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2025 ইং
মায়ের পাশে দাঁড়িয়ে হারাল পরীক্ষা, মানবিক বিবেচনায় দেখছে কর্তৃপক্ষ

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই মানবিক এক ঘটনার সাক্ষী হলো দেশ। রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী পৌঁছাতে পারেননি সময়মতো। কারণ, তিনি ছিলেন তার অসুস্থ মায়ের পাশে—হাসপাতালে ভর্তি করতে ব্যস্ত ছিলেন। দায়িত্ব আর ভালোবাসার এই দৃঢ়তার কারণে মেয়েটি পৌঁছায় কিছুটা দেরিতে, আর তাতেই প্রথম দিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিতে পারেননি তিনি।
কেন্দ্রে পৌঁছেই যখন বুঝলেন, তার হাতে আর সময় নেই—কান্নায় ভেঙে পড়লেন হতভাগ্য শিক্ষার্থী। এই দৃশ্য ধরা পড়ে আশপাশের মানুষের ক্যামেরায়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নাড়া দেয় বহু হৃদয়কে।
জনসাধারণের আবেগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, শিক্ষার্থীর ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বাংলা প্রথমপত্রের পরীক্ষাটি নেওয়া যায় কিনা—তা পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “তার (ছাত্রী) এই দুঃসময়ে আমরাও সমব্যথী। তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”
মেয়েটির চোখের জল যেন মায়ের পাশে দাঁড়ানোর অপরাধে না ঝরে—এটাই এখন চায় গোটা দেশ। মানবিক মূল্যবোধ আর শিক্ষাব্যবস্থার মধ্যে এক সুসমন্বয়ের দৃষ্টান্ত হয়ে থাকুক এই ঘটনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ