প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
বগুড়ায় রেনেটার বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, মহাসড়কের পাশে মিলল লাশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আনোয়ার হোসেন (৩১) নামে রেনেটা লিমিটেডের এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পাশে ফটকি সেতুর কাছে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহত আনোয়ার হোসেন নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শাজাহানপুর উপজেলার সাজাপুর আকন্দপাড়ায় ভাড়া থাকতেন। পেশাগত জীবনে রেনেটা লিমিটেডে সহকারী পরিবেশন কর্মকর্তা (ডিস্ট্রিবিউশন অফিসার) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে এক পথচারী সড়কের পাশে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে শাজাহানপুর থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং শেরপুর হাইওয়ে থানা–পুলিশকে জানায়। পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়—এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ছুরিকাঘাতে সংঘটিত একটি হত্যাকাণ্ড।
শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন থাকায় পুলিশ মনে করছে, আনোয়ার হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এবং আনোয়ারের দেহে ছুরিকাঘাতের চিহ্ন দেখে আমরা নিশ্চিত হয়েছি, এটি দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। এরপর শাজাহানপুর থানা–পুলিশ লাশটি তাদের হেফাজতে নেয়।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটনে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ