প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
সারা দেশে টানা পাঁচ দিনের বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষর করা ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। যা ভারতের মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের প্রায় সব বিভাগেই বাড়ছে বৃষ্টির প্রবণতা।
কোন বিভাগে কেমন বৃষ্টি:
২৬ ও ২৭ জুন: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২৮ জুন: চার উপকূলীয় বিভাগে বৃষ্টি আরও বাড়বে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে ভারী বর্ষণের আশঙ্কা। সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৯ জুন: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির দাপট থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।
৩০ জুন: দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধারাবাহিক বৃষ্টিপাত আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী, সমুদ্র ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ