প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ, চসিক হাসপাতালে চালু ‘করোনা ওয়ার্ড’

চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে মৃত্যুর খবর মিলেছে ছয়জনের, শনাক্ত রোগীর সংখ্যা ৯৯। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সংক্রমণ বেড়ে যাওয়ায় নগরের আলকরণ এলাকায় চসিক পরিচালিত জেনারেল হাসপাতাল—মেমন হাসপাতাল-২–এর তৃতীয় তলায় চালু করা হয়েছে ১৫ শয্যার একটি ‘করোনা ওয়ার্ড’। বৃহস্পতিবার সকালে এই ওয়ার্ডের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই ওয়ার্ডে আইসোলেশনে থাকা করোনা রোগীদের জন্য চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে। রোগীর অবস্থা গুরুতর হলে তাঁদের পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। একই সঙ্গে তাৎক্ষণিক শনাক্তে রাখা হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন জানান, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আলাদা ওয়ার্ডের পাশাপাশি করোনা পরীক্ষার জন্যও প্রস্তুত রাখা হয়েছে চারটি ল্যাব—চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ফৌজদারহাটের বিআইটিআইডি।
এর আগে গত ১১ জুন সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মেয়র শাহাদাত হোসেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভা করেন। সভায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও মেমন হাসপাতাল-২–কে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করোনা ওয়ার্ড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া নাগরিকদের করোনা সম্পর্কিত তথ্য ও সেবা দিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ