প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
বিচ্ছেদের গুঞ্জনেই জলঘোলা, পোস্ট দিয়ে মুছে দিলেন ইফতেখার

সংগীতশিল্পী কনা ও তাঁর স্বামী গোলাম মো. ইফতেখারের দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গতকাল (বুধবার) সন্ধ্যায় একটি গণমাধ্যম খবর প্রকাশ করে যে, কনা ও ইফতেখারের সংসার ভাঙছে এবং কনার স্বামীর সঙ্গে দূরত্বের কারণ হিসেবে আরেকজনের সঙ্গে সম্পর্কের ইঙ্গিতও দেওয়া হয়।
এই খবরে জল ঘোলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে কনা আনুষ্ঠানিকভাবে জানান, তাঁদের বিচ্ছেদ হয়েছে ১৬ জুন।
তবে এর কিছুক্ষণ পরই কনার স্বামী ইফতেখার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই তথ্য অস্বীকার করে লেখেন, ‘কনাকে নিয়ে যা লিখছেন, তা কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যদি আলাদা হতেও হয়, তার কারণ বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা মিথ্যা-বানোয়াট সংবাদ ছড়ালে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’
তবে কনার বিচ্ছেদের ঘোষণার পরপরই ইফতেখার তাঁর সেই পোস্ট মুছে ফেলেন। এরপর থেকে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কনা ও ইফতেখার ২০১৯ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। বিয়ের আগে তাঁরা সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন থাকলেও এতদিন কেউ প্রকাশ্যে কিছু বলেননি। এখন কনার বিচ্ছেদের ঘোষণার বিপরীতে ইফতেখারের অস্বীকার এবং পরবর্তীতে পোস্ট মুছে দেওয়া—পুরো বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ