জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। ২৫ জুন (মঙ্গলবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এ ঘোষণা দেন এই সংগীতশিল্পী।
তিনি লেখেন, জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে কনা বিয়ে করেছিলেন। যদিও তা এতদিন পর্যন্ত গোপন রাখা হয়েছিল।
গত ১৬ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
স্ট্যাটাসে কনা আরও জানান,
এ মুহূর্তে আমি শুধু আমার সংগীতজীবন এবং নিজেকে নিয়ে ভাবতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার জীবনের বড় আশ্রয়।
গানেই মনোযোগ দিতে চান কনা
বাংলাদেশের সংগীতাঙ্গনে একাধিক হিট গান উপহার দেওয়া কনা ব্যক্তিজীবনে বরাবরই খুব ব্যক্তিগত ছিলেন।
ভক্তদের মধ্যে এই ঘোষণা বেশ আলোড়ন সৃষ্টি করলেও—তারা এখন তার পাশে থাকার কথা জানিয়েছেন।